বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরীক্ষা নিয়ন্ত্রক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মোঃ তানজিউল ইসলাম জীবনের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে এক ছাত্রীকে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার প্রমাণ হিসেবে তিনটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৩ এপ্রিল রাতে ফাঁস হওয়া অডিওগুলোতে শোনা যায়, শিক্ষক ওই ছাত্রীকে বলেন— “তুমি প্রথমে চাইছিলে, স্যার আমাকে ফাস্ট করে দেন। আমি দিতে পারতাম।” ছাত্রীও জবাবে বলেন, তিনি চুপচাপ থাকবেন।
এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
সাজিয়া করিম নামে এক শিক্ষার্থী বলেন, “ঘাড়ত্যাড়া টিচার মানা যায়, কিন্তু চরিত্রহীন মানা যায় না।”
অন্যদিকে, জাহিরুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, “রক্ষকই যদি হয় ভক্ষক, তাহলে কিছু বলার অপেক্ষা রাখে না।”
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক ড. তানজিউল ইসলাম জীবন সংক্ষিপ্তভাবে বলেন, “এ বিষয়ে পরে কথা বলবো।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী জানান, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো দপ্তরে এ নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে তিনি বলেন, “অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
শিক্ষার পরিবেশে এমন ঘটনা নৈতিকতা ও স্বচ্ছতার প্রশ্ন তোলে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের দাবি— তদন্তে গড়িমসি নয়, চাই দ্রুত ও কঠোর ব্যবস্থা।
Leave a Reply