1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাদুল্লাপুরে ৭০ বছর বয়সেও ভিক্ষুক ছকিনার ভাতা হয়নি আরএমপির বিশেষ অভিযানে ৭ জন গ্রেপ্তার নড়াইলে সন্ত্রাসী মুরাদ ও তার বাহিনীর অত্যাচারে ঘর ছাড়া প্রবাসীর স্ত্রী, মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ মহিমাগঞ্জ রংপুর চিনিকল পুনরায় চালুর আশ্বাস আর প্রতিশ্রুতি থাকলেও, বাস্তবে নেই দৃশ্যমান কোন অগ্রগতি এই মিল কি আদৌ চালু হবে এমন প্রশ্ন রয়ে গেছে জনমনে সুনামগঞ্জ-১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান সরকার : একজন মানবিক ও অসাম্প্রদায়িক নেতা জাতীয় সাংবাদিক সংস্থা’র যুগ্ম মহাসচিব হলেন সিকদার টিটো তিস্তার পানি বিপৎসীমার উপরে, ফের বন্যার আশঙ্কা তানোরে গলায় ফাঁ’স দিয়ে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা, স্বামী গ্রেপ্তার সাঁথিয়ায় ইউনানী ল্যাবরেটরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা ও সীলগালা সিংড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১
শিরোনাম:
সাদুল্লাপুরে ৭০ বছর বয়সেও ভিক্ষুক ছকিনার ভাতা হয়নি আরএমপির বিশেষ অভিযানে ৭ জন গ্রেপ্তার নড়াইলে সন্ত্রাসী মুরাদ ও তার বাহিনীর অত্যাচারে ঘর ছাড়া প্রবাসীর স্ত্রী, মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ মহিমাগঞ্জ রংপুর চিনিকল পুনরায় চালুর আশ্বাস আর প্রতিশ্রুতি থাকলেও, বাস্তবে নেই দৃশ্যমান কোন অগ্রগতি এই মিল কি আদৌ চালু হবে এমন প্রশ্ন রয়ে গেছে জনমনে সুনামগঞ্জ-১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান সরকার : একজন মানবিক ও অসাম্প্রদায়িক নেতা জাতীয় সাংবাদিক সংস্থা’র যুগ্ম মহাসচিব হলেন সিকদার টিটো তিস্তার পানি বিপৎসীমার উপরে, ফের বন্যার আশঙ্কা তানোরে গলায় ফাঁ’স দিয়ে গৃহবধূর আ’ত্ম’হ’ত্যা, স্বামী গ্রেপ্তার সাঁথিয়ায় ইউনানী ল্যাবরেটরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা ও সীলগালা সিংড়ায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ আটক ১

গ্রামাঞ্চলে বিলুপ্তির পথে পরিবেশের পরম বন্ধু বাঁশঝাড়

রিপোটারের নাম
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মোঃ জুলহাস উদ্দিন হিরো, স্টাফ রিপোর্টার।

গ্রামীণ জনপদ মানেই ঝোপঝাড়, জঙ্গল আর বাঁশঝাড়ে ঢেউ খেলানো সবুজ প্রকৃতি। বাড়ির পাশে বাঁশঝাড়ের ঐতিহ্য গ্রামবাংলার চিরায়ত রূপ। কিন্তু বর্তমানে নির্বিচারে বাঁশ কাটা, দেখভাল ও পরিচর্যার অভাবে বাঁশঝাড় ক্রমশই কমে যাচ্ছে। উজাড় হচ্ছে প্রকৃতির দুর্যোগ প্রতিরোধক ও পরিবেশের পরম বন্ধু বাঁশঝাড়। কালের বিবর্তনে ও নগরায়নের ফলে বাঁশঝাড় কমে যাওয়ায় হারাতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাঁশ শিল্পও। কবি যতীন্দ্রমোহন বাগচী তার ‘কাজলা দিদি’ কবিতায় বাঁশ বাগান নিয়ে লিখেছেন, বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই/মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? কবিতাটিতে ‘বাঁশ বাগান’ নিয়ে গ্রামীণ চিত্র ফুটে উঠেছে। এতে বাঁশ বাগানের গুরুত্ব বোঝানো হয়েছে। গ্রামীণ প্রত্যেকটি জনপদে বাঁশ ছিল প্রকৃতির এক অপূর্ব দান। সেই বাঁশ আজ উজাড় হচ্ছে। প্রকৃতি হারাচ্ছে ভারসাম্য।

এক সময় গ্রামের প্রতিটি বাড়িতেই বাঁশঝাড় ছিল। বিভিন্ন পাখির কিচিরমিচির শব্দে মুখরিত থাকত এসব বাঁশঝাড়। বাঁশঝাড়কে বাড়ির পর্দা মনে করা হতো। যেখানে গ্রাম, সেখানে বাঁশঝাড়- এমনটিই ছিল স্বাভাবিক। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য ধ্বংস হওয়া রোধ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এ বাঁশঝাড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঁশগাছ অন্য যে কোনো গাছের তুলনায় দ্রুত গতিতে ক্ষতিকর কার্বন গ্যাস শুষে নিতে সক্ষম। এর শিকড় মাটি ক্ষয়ে যাওয়া রোধ করতে পারে। তাই বাঁশঝাড় টিকিয়ে রাখার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদ ও প্রকৃতিপ্রেমীরা। আমাদের দেশের প্রেক্ষিতে দোলনা থেকে কবর পর্যন্ত বাঁশের প্রয়োজনীয়তা থাকলেও আধুনিকতার ছোঁয়ায় বাঁশ চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। সম্মিলিত প্রচেষ্টার অভাবে হারিয়ে যাচ্ছে বাঁশের ব্যবহার। এক সময় চারপাশে পর্যাপ্ত বাঁশের ঝাড় দেখা গেলেও বর্তমানে অনেক উপজেলায় তা বিলুপ্তির পথে।

গ্রামীন জনগোষ্ঠীর কাছে বাঁশের গুরুত্ব অপরিসীম। ধানের গোলা তৈরি, বেড়া বা ঘর নির্মাণ, মঞ্চ নির্মাণ, মই, জোয়াল, ঝুড়ি, ঝাকা, চালুন, খাঁচা, পাটি, খাড়ি, ঝাড়ু, কুলা, হাতপাখা, মাদুর, বাঁশের দোচালা ও চারচালা ঘর, ঘরের খুঁটি, ঘরের ঝাপ, বেলকি, ঘরের মাচা, ঘরের আসবাব হিসেবে মোড়া, চাটাই, সোফা, বুকসেলফ, ছাইদানি, ফুলদানি, প্রসাধনী বাক্স, ছবির ফ্রেম, আয়নার ফ্রেম, সিগারেট রাখার ছাইদানি, নুনদানি, পানদানি, চুনদানি ইত্যাদিসহ নিত্যদিনের ব্যবহার্য বিবিধ জিনিসপত্র তৈরির কাজে বাঁশের রয়েছে বহুল ব্যবহার। গ্রামের প্রতিটি কৃষক তার ফসলের ক্ষেতে বাঁশের বেড়া দিয়ে ফসল রক্ষা করত। আদিকাল থেকেই বাঁশের ব্যাপক ব্যবহার চলে আসছে।

বাঁশ দিয়ে বিভিন্ন রকম পণ্য (যেমন- প্লাইবোর্ড, পার্টিকেল বোর্ডসহ গৃহস্থালির আসবাবপত্র) তৈরি করা হচ্ছে। বাঁশ দিয়ে রকমারি আসবাবপত্র (যেমন- সোফা, চেয়ার, টেবিল, খাট, ওয়্যারড্রব) তৈরি করে কাঠের চাহিদা পূরণ করা হয়। বাঁশের তৈরি এসব আসবাবপত্র ও শৌখিন গৃহসামগ্রী বিদেশেও রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হচ্ছে। তাছাড়া মুলি বাঁশ দিয়ে গ্রামীণ জনপদে বাড়িঘর নির্মাণ, বাড়ির বেড়া, সিলিং তৈরি ও বাঁশের বেত দিয়ে চাটাই তৈরি করে ঘরের পার্টিশন দেয়া হয়। বাজালি বাঁশ দিয়ে বাঁশি তৈরি হয়। বাদ্যযন্ত্র হিসেবে বাঁশের বাঁশির কদর যুগ যুগ ধরেই শিল্পী সমাজে সমাদৃত হয়ে আসছে। শক্ত প্রকৃতির বরাগ বাঁশ দিয়ে বাড়িঘরের খুঁটি, সাঁকো নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করা হয়।

দেশের প্রায় অঞ্চলের গ্রামীণ জনপদে এক সময় তৈরি হতো হাজারো বাঁশের পণ্যসামগ্রী। ঘরের কাছের ঝাড় থেকে তরতাজা বাঁশ কেটে গৃহিণীরা তৈরি করতেন হরেক রকম জিনিস। অনেকে এ দিয়ে জীবিকা নির্বাহ করত। কিন্তু বাঁশঝাড় নির্বিচারে কেটে ফেলার কারণে বর্তমানে প্রকৃতির সেই সৌন্দর্য আর গ্রামগঞ্জের ঐতিহ্য কুটির শিল্প আজ হারিয়ে যাচ্ছে। আগের মতো পর্যাপ্ত বাঁশ না থাকায় দিন দিন বেকার হয়ে পড়ছে কুটির শিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলো। বাঁশের দরদাম অধিক হওয়ায় তারা কুটির শিল্পসামগ্রী বানাতে বিপাকে পড়ছেন। প্রতিটি জনপদে আগের মতো আর বাঁশঝাড় নেই। কারণে-অকারণে কাটা হচ্ছে বাঁশ। শীতল ছায়া ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঁশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই বাঁশঝাড় না কেটে বেশি করে বাঁশ লাগানোর ওপর জোর দেয়া চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD