নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল ডিবি পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহাদত শেখ (৩৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ শাহাদত শেখ (৩৮) নড়াইল সদর থানাধীন শিঙ্গাশোলপুর গ্রামের বাবর আলী শেখের ছেলে।
৩ মে শনিবার রাতে নড়াইল সদর থানাধীন ৯ নং সিঙ্গাশোলপুর ইউনিয়নের সিঙ্গা ক্লাব মোড় ইমদাদুল শেখ এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাহাদত শেখ (৩৮) কে গ্রেফতার করে। এ সময় আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৯১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply