বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো আয়োজিত হলো ‘বিজনেস কেস কম্পিটিশন ২০২৫’, যেখানে শিক্ষার্থীরা উপস্থাপন করলো তাদের উদ্ভাবনী চিন্তা ও বাস্তবভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনা।
সোমবার (৫ মে) ব্যবসায় শিক্ষা অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের গ্যালারি রুমে এই দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন বিভাগের ২৫টি প্রতিযোগী দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। সভাপতিত্ব করেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমান। বিচারকের দায়িত্বে ছিলেন অনুষদের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।
প্রাথমিক পর্ব শেষে চূড়ান্ত রাউন্ডে উঠে আসে ৭টি দল, যারা নিজেদের উদ্ভাবনী পরিকল্পনা ও কেস স্টাডি উপস্থাপন করে দর্শক ও বিচারকদের মুগ্ধ করে তোলে। শেষ পর্যন্ত সালমান ফারসির নেতৃত্বাধীন দল চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় আল শাহরিয়ার মারুফের দল। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও সনদপত্র।
উপাচার্য বলেন, “এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাস্তব জগতের সমস্যা সমাধানে সক্ষম করে তোলে এবং তাদের ক্যারিয়ার উন্নয়নে সহায়ক হবে।”
ডিন অধ্যাপক ফেরদৌস রহমান বলেন, “প্রথমবার হলেও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ অত্যন্ত আশাব্যঞ্জক। ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে আয়োজন করা হবে।”
চ্যাম্পিয়ন টিমের লিডার সালমান ফারসি বলেন, “এই অর্জন আমাদের দলের কঠোর পরিশ্রমের ফল।” রানার্স আপ দলের লিডার মারুফ বলেন, “এটি আমাদের জন্য ছিল এক অসাধারণ শেখার সুযোগ।”
সারাদিনজুড়ে প্রতিযোগিতাটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
Leave a Reply