নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গফফারের ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশ নিষেধ করে জারি করা চিঠির সূত্র ধরে থেমে গেছে নড়াইল সদর হাসপাতাল কতৃক স্বাস্থ সেবা কার্যক্রম, সাধারণ রুগীরা দূর দূরান্ত থেকে নড়াইল সদর হাসপাতালে এসে ডাক্তার দেখিয়ে করতে পারছেন না প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষা। সদর হাসপাতালেও নেই পর্যাপ্ত পরিক্ষা করার মত যন্ত্রপাতি। রোগীদের ভরসা বাইরের ডায়াগনস্টিক সেন্টারগুলো।
গত ৮ ই মে ২৫ তারিখে নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গফফার ২০২৫/৬১৬ নং স্নারকে নড়াইল বি পি এইচ সি ডি ও এ এর সভাপতি ও সম্পাদক, নড়াইল সদর শাখার বরাবর চিঠি ইস্যু করেন, চিঠিতে তিনি উল্লেখ করেন, ডায়াগনস্টিক সেন্টারের কোন প্রতিনিধি নড়াইল সদর হাসপাতালে প্রবেশ করতে পারবে না,
এই চিঠির প্রেক্ষিতে গত ৯ ই মে নড়াইল বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের মালিক গন এক জরুরি বৈঠক করে হাসপাতালের টিকিটের পরিক্ষা নিরিক্ষা নিষিদ্ধ ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করে। এবং ৯ ই মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সকল মালিকদের চিঠি দিয়ে অবহিত করেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার মালিক পক্ষ।
এই পরিস্থিতিতে হাসপাতালে আগত রুগীরা অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন।১০ ও ১১ ই মে হাসপাতাল এলাকা ঘুরে দেখা গেছে রুগীদের আত্মনাদ,তারা পরিক্ষা নিরিক্ষা করানোর জন্য বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ধর্না দিলেও তাদের জরুরী পরিক্ষা করাতে পারেন নি। টেস্ট করাতে না পেরে অনেক রুগী ও তার স্বজনরা নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে মুঠো ফোনে যোগাযোগ করেও কোন সুফল পাননি বলে জানান।
এ বিষয়ে নড়াইল জেলা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল অনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম সাজ্জাদ জানান, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় আমাদের যে চিঠি দিয়েছেন, সেই চিঠি তিনি আমাদের দিতে পারেন না।
আমরা বাংলাদেশ সরকারের কাছ থেকে বৈধতা নিয়ে এখানে ব্যবসা করি,আমাদের সবকিছুর তদারকি সিভিল সার্জন মহোদয়ের অফিস করে থাকেন,তত্ত্বাবধায়ক যদি কোন নিয়ম চালু করেন সেটা অবশ্যই সিভিল সার্জন মহোদয়ের মাধ্যমে আমাদের অবহিত করতে হবে। তত্ত্বাবধায়ক যতক্ষণ পর্যন্ত তার এই চিঠি প্রত্যাহার না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা সদর হাসপাতালের কোন পরিক্ষা নিরিক্ষা করবো না।
এ বিষয়ে নড়াইল জেলা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট হাসপাতাল অনার্স এসোসিয়েশনের সভাপতি বিদ্যুৎ সান্নাল জানান, আমরা নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের এমন হঠকারী সিদ্ধান্তের নিন্দা জানাই, আমরা অচিরেই এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে মানব বন্ধন ও সাংবাদিক সম্মেলন করবো।
এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল গফফার জানান, হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি ঢুকতে পারবেনা এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত না,এটা সরকারের উর্ধতন কতৃপক্ষের সিদ্ধান্ত, আমি হাসপাতাল থেকে আশা কোন রুগীর টেস্ট করতে ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নিষেধ করিনি,মুলত দালালের দৌরাত্ম কমানোর জন্য আমাদের এই পদক্ষেপ,তাদের যদি কিছু বলার থাকে তারা সিভিল সার্জনের সাথে কথা বলুক।
Leave a Reply