1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

বাঘায় সড়কে প্রাণ গেল শিক্ষকের,রেখে গেলেন সন্তান সম্ভাবনা স্ত্রী

রিপোটারের নাম
  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীর বাঘা-আড়ানি সড়কে গরুবহনকারি তিন চাকার যানের মুখোমুখি সংঘর্ষে সেলিম সাঈদ রেজা(৪০) নামে বিএসসি এক শিক্ষক নিহত হয়েছেন। মোটরসাইকেল যোগে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘনার কবলে পড়ে নিহত হন তিনি। রোববার(১৮-০৫-২০২৫) সকাল সাড়ে ৯টায় উপজেলার পাচপাড়া গ্রামের রাজার মোড় এলাকার মোবারক ডাক্তারের বাড়ি সংলগ্ন এলাকায় ঘটনা ঘটে।

নিহত সেলিম সাঈদ রেজা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক(গনিত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার আড়ানি ইউনিয়নের বেড়ের বাড়ি গ্রামের মৃত নাজিম উদ্দীন সরকারের ছেলে ।

সরেজমিন নিহতের বাড়িতে গিয়ে কথা হলে বোন জান্নাতুল ফেরদৌস জানান, ২ বছর ২মাস হলো বিয়ে করেছেন। স্ত্রী রিপা খাতুন সন্তান সম্ভাবনা। সন্তানের মুখ দেখাও হলো না ভাইয়ের। কথা বলতে বলতে মূর্ছা যাচ্ছিলেন জান্নাতুল ফেরদৌস। শুধু তিনিই নন,শিক্ষকের অকাল মৃত্যুতে মা-স্ত্রী ও স্বজনদের আহাজারি দেখে প্রতিবেশিরাও চোখের পানি ধরে রাথতে পারছিলেননা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঘা-আড়ানি সড়কের উত্তর দিক থেকে দক্ষিনে যাওয়ার পথে একই দিকে যাওয়া ইঞ্জিন চালিত ভ্যান ওভারটেক করছিলেন। এসময় সড়কটির দক্ষিন দিক থেকে উত্তরে যাওয়া গরু বোঝাই তিন চাকার (ইঞ্জিন চালিত) যানের মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন শিক্ষক সেলিম সাঈদ রেজা । সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হাসিবুল ইসলাম মৃত ঘোষনা করেন।
ঘটনার পর স্থানীয়রা চালক সামীম হোসেন ও গরু বোঝাই তিন চাকার যানটি আটক করে। সে পাবনার আতাউকুলার শিমুল চারা গ্রামের হাবিবুল্লার ছেলে।

বাঘা থানার উপ পরিদর্শক (এসআই) সিফাত রেজা বলেন, ঘটনাস্থল থেকে তিন চাকার যান সহ চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। গরুগুলো ঘটনার পরই ব্যাপরিরা নিয়ে গেছে বলে জানান তিনি। নিহতের মরদেহ পরিবারের হেফাজতে দেওয়ার কথা জানিয়ে বলেন, নূরনবী বাদি হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মোঃ তহুরুল ইসলাম জানান,২০১৪ সালে যোগদানের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার প্রতিষ্ঠানে গনিতের সহকারি শিক্ষক(বিএসসি) হিসেবে কর্মরত ছিলেন। আজ রোববার রাত সাড়ে ৭ টায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয় বলে জানান নিহতের দুলাভাই নাসির উদ্দীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD