সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী জেলার মোহনপুর থানার ত্রিমোহনী এলাকা হতে ১৮/০৫/২০২৫ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অটোরিক্সায় জ্যাকেট সদৃশ বানিয়ে বিশেষ কৌশলে পাচারকালে অটোরিক্সার ভিতর থেকে ৫টি জ্যাকেটের বিশেষ চেম্বারে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উল্লেখ্য সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মো: খোরশেদ আলম ওরফে সবুজ(৩২), পিতা: মো: সিরাজুল ইসলাম, সাং- খাড়ইল, বাকশিমইল, থানা: মোহনপুর, জেলা: রাজশাহী এর অটোরিক্সা টিকে তল্লাশীর জন্য সিগনাল প্রদান করলে তা অমান্য করে দ্রুতবেগে সামনে গিয়ে রাস্তার বামে খাদে নামিয়ে বিলের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে তার বাসায় তল্লাশি করে একই জ্যাকেট সদৃশ দুটি খালি জ্যাকেট পাওয়া যায়।
ঘটনাস্থলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে ৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং এ কাজে ব্যবহৃত একটা অটোরিক্সা জব্দ করা হয়।
পলাতক আসামী মো: খোরশেদ আলম ওরফে সবুজ এর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলমান।
Leave a Reply