পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার ( ২২ মে) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে অভিভাবক ও এলাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন মোশাররফ মোল্লা, জিয়াউল হক মাঝি, মোঃ আমিনুল হক মীর,এমদাদ হাওলাদার, এমিলি বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ঐতিহ্যবাহী উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা আক্তার ইউএনও অনুমতি ছাড়া তার পছন্দের আওয়ামী দোসর ফ্যাসিস্ট এবিএম ফকরুজ্জামানকে এডহক কমিটির সভাপতি পদে অনুমোদনের জন্য বোর্ডে পাঠান। বোর্ড সেই এডহক কমিটি অনুমোদন দেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককের এই পকেট এডহক কমিটি বাতিলের করে এলাকার এলাকাবাসীর মতামতের ভিত্তিতে একজন নিরপেক্ষ ব্যক্তিকে সভাপতি হিসেবে অনুমোদন দেয়ার দাবি জানান। তারা আরও বলেন, এলাকার শান্তি এবং স্কুলের সুশৃঙ্খল পরিবেশ রক্ষার্থে অবৈধ এডহক কমিটি বাতিলের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেন। এ অবৈধ এডহক কমিটি বাতিল না করলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি নিয়ে এলাকাবাসী রাস্তায় নামতে বাধ্য হবেন।
Leave a Reply