সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর তানোরে টানা কয়েক দিনের বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে বিলকুমারী বিল। রোদে শুকিয়ে ফেটে যাওয়া বিলটি এখন পানিতে থৈ থৈ করছে। ফলে জেলেপাড়ায় ফিরে এসেছে স্বস্তি আর আশার আলো।
সম্প্রতি বিলকুমারী বিলে গিয়ে দেখা যায়, কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ায় বিলে জমে উঠেছে পানি। মাছ ধরা শুরু করেছেন জেলেরা। দীর্ঘ সময় ধরে পানি না থাকায় বেকার হয়ে পড়া জেলে পরিবারগুলো ফের জীবিকার চাকা ঘুরাতে পারছেন।
স্থানীয় জেলেরা জানান, গত প্রায় এক মাস ধরে বিল একেবারে শুকিয়ে গিয়েছিল। মাছ না থাকায় পরিবার নিয়ে দুর্বিষহ দিন পার করতে হচ্ছিল। এবার বৃষ্টির কারণে বিলটি আবারও প্রাণ ফিরে পেয়েছে।
তানোর উপজেলার বিলকুমারী বিল ঘেঁষা কুঠিপাড়া, গোল্লাপাড়া জেলেপাড়া, গোকুলসহ কয়েকটি গ্রামের হাজারো পরিবার বছরের বেশিরভাগ সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। অন্য বছর বিলে কিছুটা পানি থাকলেও এ বছর পুরোপুরি শুকিয়ে যাওয়ায় পরিবারগুলো চরম সংকটে পড়ে।
জেলেরা আরও জানান, অনেক বছর পর এমনভাবে বিলের তলা শুকিয়ে গিয়েছিল, যা তাদের জীবনে বড় ধাক্কা ছিল। তবে টানা বৃষ্টিতে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আবারও মাছ ধরা শুরু হওয়ায় পরিবারে ফিরছে হাসি ও স্বস্তি।
Leave a Reply