নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে মোঃ তুহিন শিকদার নামে এক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি কে গ্রেফতার করেছে যৌথবাহিনী,
গ্রেফতারকৃত আসামি মোঃ তুহিন সিকদার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হাসমত মিয়ার ছেলে।
২৬ মে ২০২৫ ইং তারিখ রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার অন্তর্গত কলাবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পূর্ব পাড়ায় যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে আসামি মোঃ তুহিন সিকদারকে গ্রেফতার করে।
এই অভিযানে অংশগ্রহণ করে কালিয়া আর্মি ক্যাম্পের একটি দল এবং নড়াগাতি থানা পুলিশের একটি ইউনিট।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।
কালিয়া সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ ও নড়াগাতি থানা পুলিশ এ প্রতিবেদককে জানান,
এ ধরণের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এলাকায় স্থায়ী নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এই অভিযানগুলো অপরিহার্য।”
Leave a Reply