সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পৃথক অভিযানে এক কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পবা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মো. আজাহার আলী ওরফে রাজা (৬৩) এবং তাঁর স্ত্রী মোছা. ফাহিমা বিবি (৫৪)। তাঁরা পবা থানার সূর্যপুর হলদারপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত ফজলুর রহমানের ছেলে ও পুত্রবধূ।
অন্যদিকে, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হয়েছেন মো. আকাশ আলী (২৪), যিনি মতিহার থানার চরশ্যামপুর এলাকার মৃত সাজদার আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ( ২৬ মে ) দুপুরে আরএমপির শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে পবা থানার এসআই এস এম আসিব নাসিব ও তাঁর নেতৃত্বাধীন টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সূর্যপুর হলদারপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে আজাহার আলী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো. তৌহিদুর ইসলামের নেতৃত্বে অপর একটি অভিযানে চরশ্যামপুর এলাকা থেকে আকাশ আলীকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পবা ও মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
Leave a Reply