রাসেল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটে বাংলাদেশ-শ্রী শ্রী রাধাগিরিধারি ইসকন মন্দির বানিয়ার দিঘি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসব পালন করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট সদর উপজেলায় বাংলাদেশ–শ্রী শ্রী রাধাগিরিধারি ইসকন মন্দির বানিয়ার দিঘি কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে সমাপ্তি হলো। গত শুক্রবার শ্রী শ্রী রাধাগিরিধারি ইসকন মন্দির (বানিয়ার দিঘি) হতে শহরের কালেক্টরেট মাঠে রথযাত্রা নিয়ে আসে মন্দিরের হাজারো ভক্তগণ এবং আজ এই সনাতন ধর্মালম্বীদের মহাৎসব আনুষ্ঠানিকতা মাধ্যমে শেষ হয়।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন।
এরই মাঝে একটি স্বেচ্ছাসেবী সংগঠন “আর্য কল্যাণ ফাউন্ডেশন” হাজার দর্শকের মাঝে জল ও ফল প্রসাদ বিতরণ করেন। ভক্তদের সেবায় নিবেদিত এই ফাউন্ডেশনের লালমনিরহাট জেলা টিমের উদ্যোগে আগত হাজারো ভক্তের জন্য পানীয় জল, মৌসুমি ফল ও প্রসাদের বিশেষ ব্যবস্থাপনা করা হয়। এই সেবামূলক কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিনিয়র আহ্বায়ক শ্রী অনুকূল চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক শ্রী জয়ন্ত কুমার জয়।
এছাড়াও রংপুর জেলা থেকে আগত শ্রী দেবাশীষ রায়ের নেতৃত্বে দশ সদস্যের একটি দল সার্বিকভাবে এই আয়োজনে যুক্ত হয়ে ভক্তদের নিরলসভাবে সেবা প্রদান করে। তাঁদের সহানুভূতিশীল ও আত্মনিবেদিত মানসিকতা সকলের প্রশংসা অর্জন করে।
এই রথযাত্রা শুধুমাত্র এক ধর্মীয় উৎসব নয়, বরং এটি ভক্তি, সেবাপরায়ণতা ও সামাজিক সংহতির এক উজ্জ্বল নিদর্শন। আর্য কল্যাণ ফাউন্ডেশনের এই অংশগ্রহণে তা আরও গভীর অর্থ লাভ করেছে।
“আর্য কল্যাণ ফাউন্ডেশন” দীর্ঘদিন ধরে সনাতনী সমাজের মানবিক, নৈতিক ও প্রযুক্তিগত বিকাশে কাজ করে চলেছে। রথযাত্রা উপলক্ষে এই সেবামূলক উদ্যোগ সেই ধারাবাহিক প্রচেষ্টারই এক যুগোপযোগী প্রকাশ বলে জানান সংগঠনের উপস্থিত সদস্যরা।
Leave a Reply