মোহাম্মদ মাসুদ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঐতিহাসিক উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত “ভিডিপি ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ-২০২৫” এর সফল সমাপ্তি। নানা ধারাবাহিক কার্যক্রম ও জমকালো আয়োজনে সফল ও সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে।
১৩ জুলাই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চারটি রেঞ্জের আওতাধীন নিজস্ব পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্রে সফলভাবে সম্পন্ন হলো প্রথমবারের মতো আয়োজিত ২৮ দিনব্যাপী “ভিডিপি ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণ-২০২৫”।
এই প্রশিক্ষণ কর্মসূচি দেশের যুব সমাজকে দক্ষ, সচেতন, দায়িত্বশীল ও নেতৃত্বগুণে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তোলার এক যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধুমাত্র একটি প্রশিক্ষণ কার্যক্রম নয়, বরং ভবিষ্যতের সমাজ নেতৃত্ব গঠনের একটি শক্তিশালী মঞ্চ হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রমে যুবকদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য হাতে-কলমে শিক্ষা ও বাস্তবভিত্তিক অভিজ্ঞতা প্রদান করা হয়। যেমন: ক্ষুদ্র ব্যবসা পরিকল্পনা, উদ্যোক্তা উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা, দল পরিচালনা ও সামাজিক উদ্যোগ বাস্তবায়নের কৌশল ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে আত্মনির্ভরশীল হয়ে নিজস্ব কর্মসংস্থানের পথ তৈরির প্রতি গভীর আগ্রহ তৈরি হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রশিক্ষণ চলাকালীন সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে। এ সময় অংশগ্রহণকারী সদস্যদের মাঝে এক ধরনের গর্ব, আত্মবিশ্বাস ও ভবিষ্যতের জন্য প্রস্তুতির মনোভাব দৃশ্যমান হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই প্রশিক্ষণ কর্মসূচি তরুণ প্রজন্মকে আত্মপ্রত্যয়ী, সংগঠিত ও দক্ষ নেতৃত্বে রূপান্তরিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
Leave a Reply