মোহাম্মদ মাসুদ
সিএমপি’তে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত।
আজ ১৩ জুলাই সকাল ১০টায় দামপাড়াস্থ সম্মেলন কক্ষে
অনুষ্ঠিত হয়েছে। এতে সিএমপি’র অতিরিক্ত কমিশনার মোঃ হুমায়ুন কবির মহোদয়ের সভাপতিত্বে আগামী ১৬ জুলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে (সাবেক এম এ আজিজ স্টেডিয়াম) অনুষ্ঠাতব্য জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্যাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো উপলক্ষে পুলিশী নিরাপত্তা পরিকল্পনা এবং করণীয় বিষয়াদি উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধি‘গণের বক্তব্য শুনে সভাপতি মহোদয় সার্বিক বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত সমন্বয় সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ও সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, র্যাব-৭, ডিজিএফআই, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিভিল সার্জন, পিডিবি, জেলা শিল্পকলা একাডেমি ও জেলা ক্রীড়া সংস্থা এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply