মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন কাঞ্চননগরে ১৮ পাারা পবিত্র কোরানের হাফেজ সপ্তম শ্রেণীর ছাত্র আলোচিত কিশোর মাহিন হত্যা মামলার আরও এক জন আসামিকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
আজ (২৯ শে আগস্ট) রোজ শুক্রবার ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের অন্তর্গত তার এক আত্মীয়ের বাড়ি থেকে মো. তাজুল ইসলাম (৪০) কে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ । গ্রেফতারকৃত তাজুল ইসলাম কাঞ্চন নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চন নগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।
সরজমিনে তথ্যমতে, কিশোর মাহিনের পরিবার আর্থিক অসচ্ছল। গরিব পরিবারের ৩ ছেলে সন্তানের জীবীত একমাত্র ভরসা ছিল কিশোর মাহিন। প্রাণাধিক প্রিয় একমাত্র ছেলে সন্তানই ছিল পরিবারের একমাত্র আশা ভরসা। পরিবারের ভবিষ্যৎ নির্ভরশীলতা আস্থা। প্রিয় সন্তানকে চোখের পলকেই নির্মম আঘাতে হত্যা করে চিহ্নিত দুষ্কৃতিকারীরা। পরিবারের দাবি সন্তানকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করে একই সমাজ ও এলাকার প্রতিবেশী যাদের নামে মামলা করেছে নিহতর মা। । যা সোশ্যাল মিডিয়ায় শীর্ষ আলোচিত ও সমালোচিত হয় এলাকা অঞ্চল দেশজুড়ে।
ফটিকছড়ি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ৩ জন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তাদের জবানবন্দিতে আসামি তাজুল ইসলামের নাম উঠে আসে। এরপর থেকে দফায় দফায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছিল।
এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন,চলমান অভিযানের অংশ হিসেবে তাজুল ইসলামকে তার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ডের ৪জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত ২২ আগস্ট ফটিকছড়ি উপজেলাধীন কাঞ্চন নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় কয়েকজন যুবক চোর সন্দেহে মাহিন (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় আহত আরো দুই জন কিশোর এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
Leave a Reply