নড়াইল প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষ্যে ৩৬ টি হরিলীলামৃত স্কুলের শিক্ষকদের সম্মানী সম্মাননা স্মারক প্রদান ও নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সে সেপ্টেম্বর শুক্রবার এক্টিভ ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে ও হঁরিচাদ- গুরুচাদ মতুয়া মিশন নড়াইল জেলা কমিটির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মতুয়া মাতা সুবর্ণা ঠাকুর, নির্বাহী সভাপতি শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন,কেন্দ্রীয় কমিটি, শ্রী ধাম ওড়া কান্দি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহা মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, সভাপতি শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন,কেন্দ্রীয় কমিটি, শ্রী ধাম ওড়া কান্দি।
মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জেলা বি এন পি, নড়াইল,স্বাগত বক্তব্য রাখেন মতুয়া দেব মজুমদার,সাধারণ সম্পাদক, শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন,নড়াইল জেলা শাখা।
শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন,নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে ও মতুয়া শ্রী শ্যামল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন,নড়াইল জেলা শাখা,
সুজয় বিশ্বাস, সভাপতি, সদর উপজেলা,ও পিযুষ বিশ্বাস, সাধারণ সম্পাদক,শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন,নড়াইল সদর উপজেলা শাখার সঞ্চালনায়
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সভাপতি নড়াইল সদর উপজেলা বি এন পি নড়াইল,মতুয়া রত্ন অশোক কুন্ডু,নড়াইল জেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক ও সহ সভাপতি জেলা বি এন পি নড়াইল।
খন্দকার ফসিয়ার রহমান, সাধারণ সম্পাদক,পৌর বি এন পি, নড়াইল।রবিউল ইসলাম রবি বিশ্বাস, বিশিষ্ট সমাজ সেবক, মতুয়া গৌতম বিশ্বাস, সদস্য সচিব , শ্রী শ্রী হরি গুরু চাঁদ মতুয়া মিশন,যশোর,বাবু সুকুমার হাজরা, শিক্ষক, আগদিয়া শিমু লিয়া উচ্চ বিদ্যালয়, নড়াইল, বাবু স্বপন কুমার মজুমদার, কালিয়া পি এস উচ্চ বিদ্যালয়, কালিয়া, নড়াইল সহ জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মতুয়া মিশনের নেতা ও ভক্ত বৃন্দরা।
অনুষ্ঠান শেষে ৩৬ টি হরিলীলামৃত স্কুলের শিক্ষকদের সম্মানী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply