
সাঁথিয়া প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আনোয়ার হুসাইনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সাধারণ মানুষ।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেন। পাশাপাশি অধ্যক্ষকে দুর্নীতিবাজ, প্রতিষ্ঠান ধ্বংসকারী আখ্যা দিয়ে তাকে পদত্যাগের দাবি জানান। বিক্ষোভ চলাকালে অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অধ্যক্ষ আনোয়ার হুসাইন প্রতিষ্ঠানে নিজের একক কর্তৃত্ব কায়েম করেছেন। শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার, ধুলাউড়ি হাটের টেন্ডার বাণিজ্য, মাদরাসার সম্পদ আত্মসাৎ, ছাত্র-শিক্ষকদের দিয়ে হাটের হাসিল তোলা এবং ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণসহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, অধ্যক্ষ হয়ে তিনি নিয়মিত ক্লাস নেন না বরং ছাত্র-শিক্ষকদের দিয়ে হাট পরিচালনা করান এবং হাসিল আদায় করান, যা নিন্দনীয়। এ অবস্থায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অবিলম্বে তার পদত্যাগ এবং প্রতিষ্ঠানের সব আর্থিক লেনদেনের হিসাব নিকাশ প্রকাশের দাবি জানান।
ধুলাউড়ি বাজারের ব্যবসায়ী ও বিক্ষোভকারী নাইম হোসেন বলেন, অধ্যক্ষ আনোয়ার হুসাইন অনিয়ম করে হাটের টেন্ডার নিজেই নেন এবং হাসিল তোলেন। এমনকি তিনি নিজেও হাটে বসে টাকা তুলেছেন। মাদরাসার শত বিঘা জমি লিজ দেওয়া হলেও সেই টাকার কোনো হিসাব নেই। লিল্লাহ বোর্ডিংয়ে শিক্ষার্থীদের দিনে মাত্র ৬০ টাকায় নিম্নমানের খাবার দেওয়া হয়। এ অবস্থায় ছাত্ররা কষ্টে দিন কাটাচ্ছে। তিনি মাদরাসার উন্নতি চান না, কেবল আয় করতে এসেছেন। তাই আমরা তার পদত্যাগ চাই।
অধ্যক্ষ আনোয়ার হুসাইনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অবরুদ্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে ধুলাউড়ি কাওছারিয়া কামিল মাদরাসার এডহক কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা জানান, তিনি মিটিংয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত জানাতে পারবেন না।
Leave a Reply