রায়পুর, লক্ষীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণ চেষ্টার ঘটনায় বেগম রোকেয়া স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিমকে সাময়িক বহিষ্কার করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
জানা যায় দেবীপুর চালতাতলি বাজার বেগম রোকেয়া স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪.টার নাগাদ অভিযুক্ত শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে গেলে বাড়িতে কেউ না থাকায় ছাত্রীর ভাইকে চিপস আনতে পাঠিয়ে তাঁকে জোরপূর্বক জড়িয়ে ধরে এবং শরীরের স্পর্শ কাতর স্হানে হাত দিয়ে ধর্ষণচেষ্টা করে, ছাত্রীর চিৎকারে তার ভাই ছুটে আসলে লম্পট শিক্ষক তাদের ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ছাত্রী বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার মাকে সব ঘটনা খুলে ব’লে। পরে এ ঘটনায় রাতেই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন এর আগেও অভিযোগ উঠেছিল ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবারের ঘটনায় যথেষ্ট প্রমাণ এবং ভিকটিমের বক্তব্য শুনে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এলাকায় সূত্রে জানা যায় শুধু ছাত্রী নয় ছাত্রীদের অল্প বয়সী মায়েদের ও টার্গেট করতেন প্রধান শিক্ষক আব্দুর রহিম এছাড়া তিনি অনুমতি ছাড়াই শিক্ষার্থীদের বাসায় চলে যেতেন। এর আগেও ঐ শিক্ষকের নামে যৌন নিপীড়নের অনেক অভিযোগ রয়েছে কিন্তু অদৃশ্য কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সোহেল আলম বলেন প্রতিষ্ঠানে তার অনেক অনৈতিক কর্মকাণ্ড রয়েছে কিন্তু কোন এক অদৃশ্য শক্তির কারণে আমরা কোন ব্যবস্থা নিতে পারিনি। এবারের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত (২৪ সেপ্টেম্বর) ২০২৫ মামলা দায়ের করায় আমরা ম্যানেজিং কমিটির সকলের মতামতের ভিত্তিতে (২৭ সেপ্টেম্বর) ২০২৫ বহিষ্কার করি।
Leave a Reply