
মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে সাংবাদিকে বর্বরোচিত হামলায় তীব্র নিন্দা প্রতিবাদ সমালোচনা গুঞ্জন উঠে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর এমন ন্যক্কারজনক আক্রমণ গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য চরম হুমকি।
চট্টগ্রাম সহ সারা দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুরক্ষা নিরাপদে সংবাদ সংগ্রহের নিশ্চয়তার দাবি দীর্ঘদিনের। আবারো দাবি উঠে নতুন করে। প্রতিনিয়তই বাড়ছে পেশাগত ঝুঁকি চরম নিরাপত্তাহীনতায় দায়িত্ব পালন। প্রতিনিয়তই বাড়ছে অনিশ্চয়তা নিরাপত্তা ও জীবনঝুঁকি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও মামলা নিয়ে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিকবৃন্দ সহ সাংবাদিক সাংবাদিক সংস্থা ও সংগঠন।
রবিবার (৫ অক্টোবর) সংগঠনের সাংবাদিকদের পক্ষ থেকে বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সংঘটিত এই ঘটনাটি পেশাগত দায়িত্ব পালনে চরম ঝুঁকি সহ সাংবাদিক সমাজের ওপর সুপরিকল্পিত হামলার ন্যাকার জনক ঘটনার শামিল।
আহত দুই সাংবাদিকের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি, এ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি চসাস নেতৃবৃন্দ কঠোর আল্টিমেটাম দিচ্ছে।
বর্বরোচিত হামলার ঘটনায় সাংবাদিক ও সাংবাদিক সংস্থাগুলো মনে করেন-সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তি আঘাত নয়, এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সংগঠন সাংবাদিকের পক্ষ থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছেন। অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে সাংবাদিক মহল সাংবাদিক সংগঠন সংস্থা ও সচেতন মহলের।
Leave a Reply