সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
আমি কন্যা শিশু স্বপ্ন দেখি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি। উপরোক্ত প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্বে আজ জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হচ্ছে। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর বিডি ০২৬২ রাজশাহীর আয়োজনে আজ সকাল ১০ ঘটিকার সময় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প মোহনপুর বিডি র হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কন্যা শিশুদের মধ্যে লোকসংগীত লোকনৃত্য কবিতা আবৃত্তি ও চিত্র অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরস্কার বিতরণী ও ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাবুলাল টুডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাংবাদিক ও সমাজ উন্নয়নকর্মী। এম রায়হান আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্নমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামেল মাড্ডি বরেন্দ্র অঞ্চলের পুরোহিত রোভার রাজেন ধীরেন ও সুরেশ। সঞ্চালনায় ছিলেন ফ্রান্সিস মারভি। আলোচনা সভায় প্রাণবন্ত আলোচনায় প্রধান অতিথি বলেন মেয়েরা এখন বোঝা নয় মেয়েরা এখন দক্ষ কর্মী সমাজে ও সংসারে। গ্রামীণ জনপদে কন্যা শিশুদের বাল্যবিবাহ দেওয়ার কারণে কন্যা শিশুরা শিক্ষা থেকে ঝরে পড়ছে। কন্যা শিশুদের জীবন সম্পর্কে কন্যা শিশুর মা-বাবা অভিভাবকদেরকে সামাজিক আন্দোলনের মাধ্যমে পারিবারিক সচেতনামূলক প্রচার-প্রসারনের মাধ্যমে একটি গণসচেতনতা আন্দোলন গড়ে তোলা দরকার। জাতিকে শিক্ষিত করতে হলে আগে কন্যা শিশুদের শিক্ষিত করতে হবে কন্যা শিশু শিক্ষিত হলে মা শিক্ষিত হবে মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে।
Leave a Reply