1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
চারঘাটে মায়ের ওপর অভিমান করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের আত্মহত্যা সাংবাদিক রিয়াজের পিতার মৃত্যুতে সমবেদনায় শোক প্রকাশ : সাংবাদিক সমাজ নড়াইলে মামলায় ফাঁসিয়ে অর্থ আদায়চেষ্টা: প্রতিবাদে বাদীর স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন রাজশাহীর বাগমারায় তরুণীকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেফতার তানোরে টিসিভি ক্যাম্পেইন’র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন বাগমারায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাংবাদিকতায় বাঁধা ফ্যাসিস্ট শয়তান ট্যাগে মারাত্মক জখম: যমুনা টিভির সাংবাদিক গোদাগাড়ীতে তিন দিনব্যাপী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব শেষ পচা চাল কেনায় বাগমারার সেই খাদ্য কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নেসকো কর্মকর্তাদের ‘কলিজা ছেঁড়ার’ হুমকি সারজিসের
শিরোনাম:
চারঘাটে মায়ের ওপর অভিমান করে ষষ্ঠ শ্রেণীর ছাত্রের আত্মহত্যা সাংবাদিক রিয়াজের পিতার মৃত্যুতে সমবেদনায় শোক প্রকাশ : সাংবাদিক সমাজ নড়াইলে মামলায় ফাঁসিয়ে অর্থ আদায়চেষ্টা: প্রতিবাদে বাদীর স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন রাজশাহীর বাগমারায় তরুণীকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেফতার তানোরে টিসিভি ক্যাম্পেইন’র আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন বাগমারায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন সাংবাদিকতায় বাঁধা ফ্যাসিস্ট শয়তান ট্যাগে মারাত্মক জখম: যমুনা টিভির সাংবাদিক গোদাগাড়ীতে তিন দিনব্যাপী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসব শেষ পচা চাল কেনায় বাগমারার সেই খাদ্য কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নেসকো কর্মকর্তাদের ‘কলিজা ছেঁড়ার’ হুমকি সারজিসের

নড়াইলে মামলায় ফাঁসিয়ে অর্থ আদায়চেষ্টা: প্রতিবাদে বাদীর স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন

রিপোটারের নাম
  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় মিথ্যা মামলা দায়ের ও  মামলা থেকে নাম বাদ দিতে অর্থ নেওয়ার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১২ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার মিঠাপুর বাজারে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

 

মানববন্ধনে রুপকুমারের বিরুদ্ধে বক্তব্য দেন তারই আপন বড় ভাই পরিতোষ বিশ্বাস, ছোট ভাই নিতাই বিশ্বাস, ভাতিজা উজ্জ্বল বিশ্বাস এবং ভুক্তভোগী চম্পা রাণী, আলিম মোল্যা, হাসান শেখ, রকিবুল শেখ, পচা বিশ্বাস, মনিরুল শেখ এবং স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুুখ।

 

মানববন্ধকারীরা বলেন, গত ৪ অক্টোবর আনুমানিক বিকেলের দিকে মিঠাপুর বাজারের পাশে নিজ বাড়িতে রুপকুমার ও তার ছেলে হৃদয় মারামারি করতেছিল। তখন হাসিবুল নামে এলাকার একটি ছেলে সেখানে দাঁড়িয়ে মারামারি দেখছিল। এসময় মারামারি ভিডিও করার ‘মিথ্যা দাবি’ করে হাসিবুলকে মারধর করে ফোন ও টাকা পয়সা কেড়ে নেয় রুপকুমার, তার ছেলে হৃদয় ও পরিবারের সদস্যরা। পরে বাজারের দুই-তিনজন ব্যবসায়ী রুপকুমারের কাছে যান হাসিবুলের ফোনটি ফেরত আনতে। এসময় ব্যবসায়ীদের ওপর তেড়ে আসে রুপকুমাররা, বিশ্রী ভাষায় গালিগালাজ ও গায়ে হাতও তোলেন। পরেরদিন ৫ অক্টোবর লোহাগড়া থানায় নিজেদের স্বজন, প্রতিবেশি  ও এলাকার  ১১ জনের নাম উল্লেখসহ ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি  মামলা দায়ের করেন।

 

রুপকুমারের ভাতিজা উজ্জ্বল বিশ্বাস ও প্রতিবেশি পচা বিশ্বাস বলেন, ” রুপকুমার যে মামলা করেছে, সেদিন আমরা ঢাক বাজাতে এলাকার বাইরে গেছিলাম। বাড়ি এসে শুনি আমাদের নামে মামলা হয়েছে। অথচ ঘটনার বিষয়ে আমরা কিছু জানিই না। রুপকুমারদের অত্যাচারে আমরা অন্য ঋষি পরিবারগুলো অতীষ্ট।”

 

মানববন্ধনকারীরা আরো বলেন, মারামারি করেছে তারা বাপ-ছেলে। অথচ টাকা খাওয়ার জন্য অন্যদের নামে মামলা করেছে। স্থানীয় কিছু লোকের সহযোগিতায় এর আগেও হয়রানীমূলক মামলা করে টাকা-পয়সা নেছে রুপকুমার। আবার এখন নিরীহ মানুষদের আসামি করে হয়রানি করা হচ্ছে, এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করছে তারা। আমরা চাই, প্রশাসন তদন্ত করে এই মামলা থেকে সবাইকে অব্যহতি দিক। আমরা শান্তি-শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে চাই। আর রুপকুমার ও তার এসব অপকর্মে যারা ইন্ধন দেয় তাদের শাস্তি চাই।

মিঠাপুর বাজারের ব্যবসায়ী আলীম মোল্যা, হাসান শেখ ও মনিরুল শেখ বলেন, “মামলা করার আগেও নাম বাদ দেওয়ার কথা বলে মানুষের মাধ্যমে আমাদের কাছে টাকা দাবি করেছিল। মামলা হওয়ার পর ফের টাকা-পয়সা চেয়েছে, মামলা তুলে নিবে বলে। কিন্তু আমরা কেউ টাকা দেয় নি।”

রুপকুমারের আপন ছোট ভাই নিতাই বলেন, ”আমার আপন বড় ভাই রুপকুমারের কাজকর্মে মানুষ অতীষ্ট। মাদকসহ নানা অপকর্মে জড়িত সে। এসব কাজে আমরা কেউ বাঁধা দিতে গেলে ওরা পরিবারের সবাই মিলে তাকে অত্যাচার করে৷ রুপকুমাররের নির্যাতনে আমি তাই এলাকা ছেড়ে অন্য জায়গা বসবাস করছি। এখন মানুষ তার অপকর্মের বিরুদ্ধে রাস্তায় নামবে শুনে এখানে এসে অংশ নিয়েছি।”

 

এসব অভিযোগের ব্যাপারে জানতে রুপকুমারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায় নি। তবে তার ছেলে হৃদয়ের করা মামলার এজহারে তারা দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে ৪ অক্টোবর আসামিরা তাদের বাড়িতে হামলা চালিয়ে রুপকুমার, তার ছেলে হৃদয় এবং স্ত্রীকে মারধর করে। এসময় রুপকুমারের স্ত্রীর শ্লীলতাহানি করে এক আসামি এবং তার গলার স্বর্ণের চেইনও ছিনিয়ে নিয়ে যায় আরেক আসামি। পরেরদিন ৫ অক্টোবর রাতে ফের তাদের বাড়ির টিনের বেড়া কুপিয়ে এবং ইট দিয়ে আঘাত করেছে আসামিরা।

 

এ ব্যাপারে লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অজিৎ কুমার রায় বলেন, ”মামলার পরপরই এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আরো বিস্তারিত জানা যাবে। কোনো নিরপরাধী ব্যক্তিকে কোনোরকম হয়রানি করা হবে না। আর অবৈধ কোনো লেনদেন হলে সে ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD