
মোহাম্মদ মাসুদ ( প্রতিনিধি)
চট্টগ্রামে কৃষি সম্পর্কিত (BAMIS) মোবাইল অ্যাপস বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অক্টোবর ( রবিবার) চট্টগ্রামের হোটেল পেনিসুলার হলরুমে অনুষ্টিত হয় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা ‘র উদ্যোগে সেভ দ্য চিলড্রেন সার্বিক সহযোগিতায়, রাইমস ‘র কারিগরি সহায়তায় জিএফএফও ‘র আর্থিক সহায়তায় বাস্তবায়িত “এ্যান্টিসিপেটরি এ্যাকশন” প্রকল্পের মাধ্যমে (BAMIS) মোবাইল অ্যাপ বিষয়ক সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) ঢাকার সাবেক মহাপরিচালক ও ড. মোহাম্মদ আবদুল মুয়ীদ। প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসার পরিচালকব ( সোশ্যাল ডেভেলপমেন্ট) মিসেস নাসিম বানু । প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
উপ পরিচালক, চট্টগ্রাম আপ্রু মারমা, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো. ওমর ফারুক।

ইপসার প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বাঁশখালী উপজেলা কৃষি অফিসার শ্যামল চন্দ্র সরকার, রাঙ্গুনিয়া উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস, লোহাগড়া উপজেলা কৃষি অফিসার কাজী শফিউল ইসলাম, সীতাকুন্ড উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ হাবিবুল্লাহ, বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসার জয়দেব চন্দ্র রায়, আনোয়ারা উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসার শারমিন আক্তার, সাতকানিয়া উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসার বিত্তম কুমার সরকার, পটিয়া উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসার তপন কুমার রায় ,ইপসার ম্যানেজার ( এ্যান্টিসিপেটরি এ্যাকশন) সানজিদা আক্তার সেভ দ্য চিলড্রেন ‘র সিনিয়র অফিসার আখফারুজ্জামান রুবেল প্রমূখ। এছাড়াও প্রশিক্ষণে উপস্থিত থেকে মতামত প্রদান করেন বাঁশখালী উপজেলায় কর্মরত ১২ জন উপ সহকারি কৃষি কর্মকর্তা ও ৮জন ফার্ম স্কুল সদস্য সহ ইপসা, সেভ দ্য চিলড্রেন ও রাইমস এর প্রতিনিধি উপস্থিত ছিলেন । প্রশিক্ষণে বামিস মোবাইল অ্যাপস
প্রশিক্ষণের উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফল,
অ্যাপের ফিচার ও ব্যবহারবিধি, হাতে-কলমে অনুশীলন, অ্যাপ ইনস্টল, আবহাওয়া ও পরামর্শ, ব্যবহারিক দৃষ্টান্ত ও সিদ্ধান্ত গ্রহণ, বিশেষত কৃষিতে পূর্বাভাস বার্তা ব্যবহার করে ঝুঁকি এবং সম্পদ ব্যবস্থাপনার উপর সেশন পরিচালনা করেন রাইমস ‘র (প্রোডাক্ট ডিজাইনার) খাইরুল অন্তর। প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন
পূর্বের বামিস পোর্টাল থেকে বর্তমানে বামিস মোবাইল এ্যাপস এ রূপান্তর নিঃসন্দেহে খুবই কার্যকরী প্রদক্ষেপ, এর মাধ্যমে কৃষকরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, এছাড়াও কৃষকরা আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টিপাত, তাপমাত্রা ইত্যাদি পর্যবেক্ষণ করে ফসল রোপণ, সার ও কীটনাশক প্রয়োগ ,ফসল কাটার সময়কাল সম্পর্কে জ্ঞান লাভ করবে যা ফলন বৃদ্ধি এবং ক্ষতি কমাতে সাহায্য করবে।
Leave a Reply