
সিদ্দিকুর রহমান, বেরোবি প্রতিনিধি:
‘আলোকিত জনগণ, সক্ষমতার তরঙ্গ গড়ে তুলবে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সার্বজনীন স্বাস্থ্যখাত, বদলে দেবে দেশ’ এ প্রতিপাদ্য নিয়ে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ‘হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন’।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে অনিকা তাবাসসুমের সঞ্চালনায়, অনিমেষ রায়ের সভাপতিত্বে কাচারি বাজার হরিজন পল্লিতে এ কর্মসূচির আয়োজন করে আরএইচস্টেপ–অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রকল্প), SIDA’ অধীনে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের ক্যাম্পেইন অনেক গুরুত্বপূর্ণ সর্বসাধারণের জন্য। সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পুষ্টি ও পরিচ্ছন্নতা বিষয়ে বাস্তব জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং জনগণকে স্বাস্থ্যসেবার আওতায় আনাই এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য। তারা আরও বলেন, “স্বাস্থ্যবান মানুষই পারে একটি সচেতন, কর্মক্ষম ও আলোকিত সমাজ গঠন করতে।”
অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণ, যুবসমাজ, নারী প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডাঃ সাদিয়া ইসলাম, অভ্যন্তরীণ মেডিকেল অফিসার, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল, রাফিয়া খন্দকার, কাউন্সেলর,আরএইচএসটিইপি-রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, শাহ মোহাম্মদ কবিউল হোসেন, ল্যাব টেকনিশিয়ান, আরএইচএসটিইপি-রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, তৌফিক আহমেদ, হিসাবরক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা, আরএইচএসটিইপি রংপুর মেডিকেল কলেজ, অনিমেষ রায়, প্রকল্প কর্মকর্তা, অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রকল্প), সংবাদিক সিদ্দিকুর রহমান, স্বর্ণালী আচার্য,যুব কর্মকর্তা, অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রকল্প) ও আনিকা তাসকিন, মেন্টর, অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রকল্প), রংপুর।
Leave a Reply