
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন রাজশাহী অঞ্চলের আয়োজনে”২৩ তম আঞ্চলিক পরিষদ অধিবেশন ২০২৫” অনুষ্ঠিত হয়।আজ ৮ নভেম্বর সকাল ১০ টায় রাজশাহী গাইড হাউজে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী চেয়ারম্যান জনাব প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী সচিব জনাব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন), বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন এবং উপ-সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জনাব সাবিনা ফেরদৌস,ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম), বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিশনার, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, রাজশাহী অঞ্চল জনাব সিরাজুম মুনিরা ।
অনুষ্ঠানটি ২টি পর্ব সাজানো হয়। ১ম পর্বে উদ্বোধনী অনুষ্ঠান এবং ২য় পর্বে অধিবেশন কার্যক্রম শুরু হয়। অধিবেশনে রাজশাহী অঞ্চলের ৮টি জেলা থেকে গাইডার, কমিশনার, সদস্য, ট্রেইনার ও অফিস স্টাফ সহ মোট ৪০০ জন উপস্থিত ছিলেন।
Leave a Reply