
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুয়া ডাক্তার সেজে চিকিৎসাসেবা দেওয়ার সময় এক তরুণকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।
হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় ওই ব্যক্তির চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে ডিউটিরত অঙ্গীভূত আনসার সদস্য মোঃ শাহিনুর রহমান ও মোঃ তাজুল ইসলাম বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় যে তিনি ডাক্তার নন, বরং প্রতারক। তার নাম সোহাগ আলী (১৭), তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা।
পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করে।
দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের এমন সতর্কতা, তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকার জন্য সেবাপ্রত্যাশী ও হাসপাতাল কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
Leave a Reply