
বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভুঁইয়া রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর প্রদান করেছেন। দীর্ঘদীন বিদ্যুৎ বিভ্রাটে হাসপাতালের সেবা কার্যক্রম ব্যাহত হওয়ায় রোগীদের দুর্ভোগ কমাতে প্রতিষ্ঠানটিতে জেনারেটরটি প্রদান করা হয়।
রবিবার (২৩ নভেম্বর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি জেনারেটরটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিম, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিবসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম, চিকিৎসক, নার্স, কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেনারেটর হস্তান্তরকালে মাস্টার রুহুল আমিন ভুঁইয়া বলেন, দীর্ঘদীন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর ব্যবস্থা না থাকায় রোগীরা অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। যেহেতু, গণমানুষের কল্যাণে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে। তারই অংশ হিসেবে আমাদের এই ছোট্ট অনুদান। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপজেলা সাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, এখানে একটি জেনারেটর অত্যন্ত জরুরি ছিলো। বর্তমানে ৩টি আইপিএস দিয়ে সীমিতভাবে কাজ চললেও বিদ্যুৎ না থাকলে সেগুলো কার্যত অকার্যকর হয়ে পড়ে। বড় হাসপাতালে আইপিএস দিয়ে সব ইউনিট কাভার করাও সম্ভব নয়। তাই এই অনুদান আমাদের জন্য অনেক ভোগান্তি লাগব হবে। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মাস্টার রুহুল আমিন ভুঁইয়া হাসপাতালের জন্য একটি জেনারেটর দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতির সেই ধারাবাহিকতায় তিনি আজ জেনারেটরটি প্রদান করেন।
Leave a Reply