
মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
“প্রবল জনপ্রিয়তা ও গণজোয়ারের সামনে দুর্বল বাধা সৃষ্টি করে আর লজ্জায় পড়তে যাবেন না ” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। তিনি তার নির্বাচনী প্রচারণা ও বিভিন্ন মিটিং মিছিলে প্রতিপক্ষের হামলা ও বাঁধা দেওয়ার প্রসঙ্গে এ উক্তি করেন।
গতকাল ১ ডিসেম্বর রবিবার রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের বাজিতখিলা বাজারে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন হাফেজ রাশেদুল ইসলাম।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে এবারের নির্বাচনে নতুন অধ্যায়ের সূচনা করবে। এদেশের মানুষ জামায়াতের ভালোবাসায় আপ্লুত হয়ে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ ঘন পরিবেশে আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে বিজয়ী করলে ইনশাআল্লাহ। ”
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়তের আমির মাওলানা হাফিজুর রহমান,জেলা কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন ও মাওলানা আব্দুল আওয়াল সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বিগত বিভিন্ন সরকারের নির্যাতন, জুলুম ও দূর্নীতির কথা তুলে ধরেন। তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য যুব সমাজের প্রতি আহবান জানান।
এর আগে বাজিতখিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন।
Leave a Reply