
নড়াইল প্রতিনিধি :
নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আতাউর রহমান বাচ্চু বলেছেন, “আমি আপনাদের নেতা হতে আসিনি। এমপি হতেও আসিনি, আমি নড়াইল –লোহাগড়ার মানুষের সেবক হতে চাই।”
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় লোহাগড়া উপজেলার লক্ষীপাশার ঐতিহাসিক মোল্লার মাঠে উপজেলা জামায়াত আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাচ্চু বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইলে এখন একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যেতে হবে। ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে জামায়াত।
তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামী মূল্যবোধ ভিত্তিক ন্যায়নিষ্ঠ সমাজ গঠনের বাংলাদেশ। সেখানে অন্যায়–অত্যাচার, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির স্থান থাকবে না। নিরাপদ ও বাসযোগ্য নড়াইল গঠনই হবে আমাদের প্রধান লক্ষ্য।
নিরাপদ বাংলাদেশ গঠনে অংশীদার হতে জামায়াতের নেতৃত্বে নড়াইলবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা হাদিউজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. সেকেন্দার আলী। সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের নির্বাচন পরিচালক অধ্যাপক আব্দুস সামাদ, সহ-নির্বাচন পরিচালক ও মেয়র প্রার্থী মো. জামিরুল হক টুটুল, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. এমদাদুল হক এমদাদসহ জেলা–উপজেলা নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল লোহাগড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
Leave a Reply