
মোহাম্মদ মাসুদ
আজ ১৫ জানুয়ারি, বেলা ১১টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সম্মেলনে চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে ইমামদের অংশগ্রহণে চট্টগ্রামে
গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোটারদের মাঝে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব এবং সচেতন অংশগ্রহণের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। পরে পবিত্র কুরআনুল করীম থেকে বাংলা অনুবাদসহ তিলাওয়াত করেন ক্বারি তামিমুল ইসলাম, সিনিয়র শিক্ষক, দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়। এরপর গণভোট নিয়ে বিশেষ ইসলামী সংগীত পরিবেশনা করেন হাফেজ মাওলানা রিয়াদ হায়দার, খতিব, জুমছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ।
সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব সরকার সারোয়ার আলম, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগ। খতিব ও ইমামদের পক্ষ থেকে বক্তব্য দেন আবু সালেহ মুহাম্মদ ছলীমুল্লাহ, অধ্যক্ষ, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা, চট্টগ্রাম এবং ড. মুফতী হুমায়ুন কবির, অধ্যাপক, আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খতিব, লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। বক্তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মো. আহসান হাবীব পলাশ, উপ-মহাপুলিশ পরিদর্শক, চট্টগ্রাম; জনাব মো: কামাল উদ্দিন, সচিব, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সিনিয়র সচিব পদমর্যাদা) জনাব মনির হায়দার। তাঁরা গনভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও এ এ বিষয়ে ধর্মীয় নেতৃবৃন্দের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাষ্ট্র ও সমাজের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে আস্থা ও নৈতিকতার প্রতীক হিসেবে গণভোটের ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. জিয়াউদ্দিন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ধর্মীয় নেতৃত্ব ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গণভোটকে অংশগ্রহণমূলক করতে সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে মাওলানা মনসুরুল হক জিহাদী, পেশ ইমাম, চট্টগ্রাম শাহী জামে মসজিদ, আন্দরকিল্লা, চট্টগ্রাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, সম্মেলনটি বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, চট্টগ্রাম ও ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
Leave a Reply