
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরের রায়পুরে আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পিঠা উৎসব হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০.টা থেকে বিকাল ৫.টা পর্যন্ত দিনব্যাপী স্কুল ক্যাম্পাসে প্রায় শতাধিক রকমের নানা নকশার দেশীয় পিঠার ফসরা সাজানো হয়। এ সময় প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লামচরী আর. এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাঈম উদ্দিন, অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি নাজিম উদ্দীন, শাহ্ আলম, রাশেদ আঠিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এরকম উৎসব শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মনেও আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করবে। এটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একটি ইতিবাচক সংস্কৃতি তৈরি করে।
পিঠা উৎসবে বিভিন্ন প্রকারের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা ছিল। শিক্ষার্থীদের তৈরি পিঠার স্টলগুলোতে বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় পিঠার সাথে নতুন স্বাদের পিঠাও স্থান পেয়েছে।
উৎসবের শেষপর্যায়ে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যা উপস্থিত সকলকে মুগ্ধ করে। এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রোগ্রামের সমাপ্তি হয়।
">
Leave a Reply