।
সায়েফিন আহমেদ ফিরোজ (ক্রিড়া প্রতিবেদক)
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হয় এস্তোনিয়া। ফিফা র্যাংকিং ১১০ নম্বর দলের বিপক্ষে মাঠে নামে মেসির আর্জেন্টিনা।৫-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। মেসির ৫ গোলএর রেকর্ড।
এ ম্যাচে বড় পরিবর্তন করেছে আর্জেন্টিনার কোচ।একাদশে জায়গা হয়নি ডি মারিয়া,ইমি মার্টিনেজ,লাউতারো মার্টিনেজ ও রোমেরোর।এই ম্যাচে অভিষেক হয়েছে মার্কোস সেনসির।
এস্তোনিয়ার বিপক্ষে মাত্র ৯ মিনিটে পেলান্টিতে লিড এনেছে লিও মেসি।৪৫ মিনিটে ২য় গোল করে দলকে এগিয়ে দেয় মেসি।৪৭ মিনিটে আবারো গোল করে হ্যাটট্রিক করেন লিও মেসি।৭১ মিনিটে মেসি গোল করে দলীয় ৪ এবং নিজের ও ৪ গোল পূর্ণ করেন।৭৬ মিনিটে মেসির গোলে ৫-০ তে লিড নেয় আর্জেন্টিনা। মেসির ৫ গোলের রেকর্ড।
Leave a Reply