1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফটিকছড়িতে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলায় আটক আরও -১ নড়াইলে কামাল প্রতাপ এস জে ইউনিয়ন ইনস্টিটিউশনের বিরুদ্ধে নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মী অনুপস্থিত দুইমাস লালমনিরহাটে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও করে বিক্ষোভ সড়ক ফুটপাত প্রতিবন্ধকতা নিরসনে ৩০ টি দোকান উচ্ছেদ : চসিক পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে মতনিবিময় সভা: সিএমপি সামাজিক প্রশাসনিক জুলুমের শিকার ১বছর পর বিচারাধীন মামলায় হাজত-১ বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান ফজলুর রহমান নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন, লাপাত্তা জামাই সভাপতি এনামুল হক কর্তব্য সততায় আস্থা প্রত্যাশা অর্জন: কুচক্তি মহলের গুজব প্রোপাগান্ডের শিকার র‌্যাব-৭’র যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ৫ লক্ষ টাকা জরিমানা
শিরোনাম:
ফটিকছড়িতে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলায় আটক আরও -১ নড়াইলে কামাল প্রতাপ এস জে ইউনিয়ন ইনস্টিটিউশনের বিরুদ্ধে নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মী অনুপস্থিত দুইমাস লালমনিরহাটে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে নেসকো অফিস ঘেরাও করে বিক্ষোভ সড়ক ফুটপাত প্রতিবন্ধকতা নিরসনে ৩০ টি দোকান উচ্ছেদ : চসিক পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে মতনিবিময় সভা: সিএমপি সামাজিক প্রশাসনিক জুলুমের শিকার ১বছর পর বিচারাধীন মামলায় হাজত-১ বিএনপির শোকজের জবাব দিলেন ফজলুর রহমান ফজলুর রহমান নেশার টাকা না পেয়ে শশুর বাড়িতে আগুন, লাপাত্তা জামাই সভাপতি এনামুল হক কর্তব্য সততায় আস্থা প্রত্যাশা অর্জন: কুচক্তি মহলের গুজব প্রোপাগান্ডের শিকার র‌্যাব-৭’র যৌথ অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ৫ লক্ষ টাকা জরিমানা

পুনাক সভানেত্রীর উদ্যোগে আবার হাঁটার স্বপ্ন দেখছে জান্নাত।

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক :

দু’পায়ে লাল রঙের জুতো। লিপিস্টিক দিয়ে ঠোঁট রাঙানো। ঝুঁটি করা চুল। গলায় মালা। আশার আলো আর প্রশান্তিতে ভরা দু’চোখ জ্বল জ্বল করছে। আট বছরের শিশু জান্নাতকে তার মা এভাবেই সাজিয়েছেন।

খুব সুন্দর দেখাচ্ছে তাকে। তার আজ বড় আনন্দের দিন, মহাখুশির দিন। তার ডান পায়ে সংযোজন করা হয়েছে কৃত্রিম পা। নিজের পায়ে ভর করে সে এখন দাঁড়াতে পারছে, হাঁটতে পারছে। এখন তাকে আর ক্র্যাচে ভর করে চলতে হবে না, মাদ্রাসায় যেতে হবে না।

সেজেগুজে নিজের পায়ে ভর দিয়ে অপেক্ষা করছে জান্নাত। অপেক্ষায় আছেন তার পিতা-মাতাও। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা, যিনি তাকে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন, নতুন করে বাঁচার আশা জাগিয়েছেন তিনি আজ (১৩ জুন) দেখতে আসবেন তাকে। ঘড়ির কাঁটা তখন বারটা পেরিয়েছে।‌ তিনি জান্নাতের ওয়ার্ডে প্রবেশ করছেন। দূর থেকে তাঁকে দেখেই দৌড়ে ছুটে আসে জান্নাত। তিনি পরম মমতায় জান্নাতকে জড়িয়ে ধরেন, কোলে তুলে নেন।

আনন্দঘন এ মূহুর্তে তাঁর অশ্রুসজল হয়ে উঠে। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। তখন ওয়ার্ডে উপস্থিত চিকিৎসক, নার্সসহ সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

জান্নাতের জন্য পুতুল, রং পেন্সিল ও পোশাকসহ অন্যান্য উপহার সামগ্রী নিয়ে যান পুনাক সভানেত্রী।

পরে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে জনাব জীশান মীর্জা বলেন, শিশু জান্নাত কৃত্রিম পা হলেও নিজের পায়ে হাঁটতে চেয়েছিল, আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। মেয়েটি কৃত্রিম পায়ে আমার কাছে দৌড়ে এসেছে, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ সময় তিনি সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি অনুরোধ করেন।

জান্নাতের পিতা-মাতা পুনাক সভানেত্রীর এ মহানুভবতার জন্য তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

পুনাকের স্বাস্থ্য সম্পাদিকা ডা. প্রথমা রহমান, অতিরিক্ত ডিআইজি রখফার সুলতানা খানম, সংশ্লিষ্ট চিকিৎসকগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় গান পা হারানো জান্নাত কৃত্রিম পা হলেও নিজের পায়ে হাঁটার আকুতি জানিয়েছিল।

মিডিয়ায় প্রকাশিত জান্নাতের করুণ মিনতি নজর কাড়ে পুনাক সভানেত্রী জীশান মীর্জার । তিনি মেয়েটির খোঁজ-খবর নেন, তার চিকিৎসার বিষয়ে পঙ্গু হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেন। মেয়েটিকে পঙ্গু হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

চার বছর আগে সিএনজিতে বাড়ি ফেরার পথে পুরো পরিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন বলে জানান সিলেটের জৈয়ন্তা থানার চিকনাগুল গ্রামের অধিবাসী জান্নাতের দিনমজুর পিতা কয়েস আহমেদ। ট্রাকের ধাক্কায় তাদেরকে বহনকারী সিএনজি দুমড়েমুচড়ে যায়। মুহূর্তেই ছোট্ট জান্নাতের ডান পা শরীর থেকে বিচ্ছন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। তখন থেকেই জান্নাতকে ক্র্যাচে ভর করে চলতে হয়, মাদ্রাসায় যেতে হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD