1. info@www.janatarkatha24.com : admin :
  2. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  3. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম:
তানোরে আদিবাসি পল্লীতে হামলা তানোরে আদিবাসী পাড়ায় আগু, ধানি ও ভিটেমাটি জবরদখলের চেষ্টাথানায় অভিযোগ! ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ তানোরের মুন্ডুমালা পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ জনমনে উদ্বেগ উৎকণ্ঠা:অপকাণ্ড ধামাচাপায় মিথ্যা মামলা শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত উন্নত চিকিৎসার সংকটে আবু সাঈদের সহযোদ্ধা সিয়াম: মাথার ভেতরে ছয়টিসহ শরীরের বিভিন্নস্থানে ৬০টি ছররা গুলিবিদ্ধ ইসলামপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা নড়াইল সদর ও পৌর শাখা জামায়াতে ইসলামের কার্যালয়ের উদ্বোধন জনপ্রিয় আলোচক ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষের ঢল
শিরোনাম:
তানোরে আদিবাসি পল্লীতে হামলা তানোরে আদিবাসী পাড়ায় আগু, ধানি ও ভিটেমাটি জবরদখলের চেষ্টাথানায় অভিযোগ! ঝিনাইগাতীতে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ তানোরের মুন্ডুমালা পুকুর ভরাট করে মার্কেট নির্মাণ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ জনমনে উদ্বেগ উৎকণ্ঠা:অপকাণ্ড ধামাচাপায় মিথ্যা মামলা শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত উন্নত চিকিৎসার সংকটে আবু সাঈদের সহযোদ্ধা সিয়াম: মাথার ভেতরে ছয়টিসহ শরীরের বিভিন্নস্থানে ৬০টি ছররা গুলিবিদ্ধ ইসলামপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা নড়াইল সদর ও পৌর শাখা জামায়াতে ইসলামের কার্যালয়ের উদ্বোধন জনপ্রিয় আলোচক ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ে পেট্রোল তেল সংকট ও অকটেন তেল শঙ্কা

রিপোটারের নাম
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

 

ঠাকুরগাঁও জেলায় ফিলিং স্টেশনগুলোতে তীব্র পেট্রোল তেল সংকট দেখা দিয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে ঠাকুরগাঁও জেলাজুড়ে ফিলিং স্টেশনগুলোয় পেট্রোল পাওয়া যাচ্ছে না। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এই সংকটে বিপাকে পড়েছেন যানবাহনের চালকরা। ডিপো থেকে পেট্রোল সরবরাহ বন্ধ থাকায় এই সংকটের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও খুচরা বিক্রেতারা। তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান মিলবে তা কেউ বলতে পারছেন না। সংকটের শুরুতে বাধ্য হয়ে বিকল্প হিসেবে অকটেন ব্যবহার করছিলেন আরোহীরা। তবে বৃহস্পতিবার (৫ মে) থেকে কিছু ফিলিং স্টেশনে অকটেন শেষ হয়ে গেছে জানিয়ে স্টেশন বন্ধ রাখা হয়েছে। এতে অকটেনের সংকটও শুরু হওয়ার আশঙ্কায় রয়েছেন ঠাকুগাঁও জেলা বাসী। মোটরসাইকেল চালক লিয়াকত আলী বলেন, ‘ঈদের তিন দিন আগ থেকে পেট্রোল পাচ্ছি না। কী কারণে পেট্রোল সরবরাহ বন্ধ রয়েছে তা সঠিক উত্তর দিতে পারে না ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছি।’
পেট্রোল সংকটের বিষয়ে কাদের ফিংলি স্টেশনে ম্যানেজার রুহুল আমিন বলেন, ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। তবে কী কারণে বন্ধ সেটা আমাদের আগে থেকে জানানো হয়নি। এদিকে পেট্রোল না দিতে পারায় গ্রাহকরা ফিরে যাচ্ছেন। এই সমস্যা ঠাকুরগাঁও জেলায় সব ফিলিং স্টেশনই। আমরা দ্রুত এর সমাধান চাই।’কয়েকটি বড় গ্যালন নিয়ে চৌধুরী ফিলিং স্টেশনে এসেছেন প্রাইভেটকার চালক সৌরভ। গ্যালন নিয়ে আসার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার গাড়ি পেট্রোলে চলে। পেট্রোল না থাকায় এতদিন অকটেন ব্যবহার করছিলাম। এখন অকটেনও পাওয়া যাচ্ছে না। তাই গাড়ির ট্যাংক ফুল করে গ্যালনেও স্টক করে নিচ্ছি। তেল না পেলে গাড়ি চালাব কী করে?’জ্বালানি তেল সংকটে বন্ধ হয়ে যাওয়া বাঁধক-কাঁকন ফিলিং স্টেশনের ম্যানেজার রশিদুল ইসলাম জানান, ঈদে আগেই তাদের পেট্রোল শেষ হয়ে গেছে। এতে অকটেনের ওপর অতিরিক্ত চাপ পড়ে। অকটেনও শেষ হয়ে গেছে। এদিকে সরবরাহও নাই। সে কারণে পাম্প বন্ধ করে বসে আছেন। তিনি বলেন, ‘আমাদের গাড়িতে দুই পার্ট করা। এক গাড়িতেই একদিকে অকটেন ও অপরদিকে পেট্রোল নিয়ে আসি। তবে ডিপো থেকে এখন পেট্রোল দিচ্ছে না। গাড়িতে শুধু অকটেন আনতে গেলে খরচ বেশি পড়ছে। তাই অকটেন সরবরাহ বন্ধ রেখেছি। ডিপোতে অকটেনের কোনো সংকট নেই।’ মেসার্স সুরমা ফিলিং স্টেশনের মালিক মোস্তফা কামাল বলেন, ‘পেট্রোল সরবরাহ না থাকায় এবার ঈদে ব্যবসার চরম ক্ষতি হয়েছে। ডিপো থেকে সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছি। আশা করি দ্রুত এর সমাধান হবে।’ ঠাকুরগাঁও জেলার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান, জেলায় ফিলিং স্টেশনের সংখ্যা ৩৬টি। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ২৪টি, বালিয়াডাঙ্গী উপজেলায় ২ টি, হরিপুর উপজেলায় ২ টি, রাণীশংকৈল উপজেলায় ৪ টি ও পীরগঞ্জ উপজেলায় ৪ টি ফিলিং স্টেশন রয়েছে।
এনামুল বলেন, ‘ঠাকুরগাঁও জেলায় দৈনিক পেট্রোল, অকটেন ও ডিজেলের চাহিদা রয়েছে প্রায় ৯০ হাজার লিটার। এরমধ্যে পেট্রোল ২৩ হাজার লিটার, অকটেন সাড়ে ১৬ হাজার লিটার ও ডিজেলের চাহিদা ৫০ হাজার লিটার। এখন জেলায় প্রায় ১৪ হাজার লিটার পেট্রোল সরবরাহ কম হচ্ছে। ফলে এই সংকটের সৃষ্টি হয়েছে।’ এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান সাংবাদিকদেরকে বলেন, ঠাকুরগাঁও জেলায় জ্বালানি তেলের সংকট হয়েছে বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমেই বিষয়টি অবগত হলাম। তেল সংকটের বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে জ্বালানি তেলের সংকট তৈরি করে থাকে তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD