পিরোজপুর প্রতিনিধি : অনুর্ধ -১৪ আন্ত জেলা টুর্নামেন্টে দূর্দান্ত পারফর্ম করে পিরোজপুর জেলার প্রতিনিধি হিসেবে আন্ত বিভাগীয় টুর্নামেন্টে বরিশাল দলে জায়গা করে নিয়েছিল পিরোজপুর এর ছেলে আলিফ। বরিশাল দলের হয়ে ২২ উইকেট সহ ১২৮ রান সংগ্রহ করে আলিফ।বরিশাল দলেও দারুন পারফরম্যান্স করে আসন্ন অঞ্চলভিত্তিক টুর্নামেন্টে দক্ষিনাঞ্চল দলে জায়গা করে নিয়েছে আলিফ। আলিফের এই অর্জনে ক্রিকেট হকার পিরোজপুর এর পক্ষ থেকে তাকে ক্রিকেটিয় সকল সরঞ্জাম উপহার দেয়া হয়। শুক্রবার রাতে শহরের রোজ গার্ডেনে ক্রিকেটিয় সকল সরঞ্জাম উপহার সামগ্রী তুলে দেন পিরোজপুর ক্রিকেট হকার পিরোজপুর এর সভাপতি আজমল হুদা নিঝুম।
এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেট হকারের প্রেসিডিয়াম সদস্য রতন মিত্র,সাধারণ সম্পাদক আলামিন সরদার,অধিনায়ক লিংকন দে সঞ্জয়, আল জাবির উজ জামান সহ ক্রিকেট হকার পিরোজপুর এর অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য পিরোজপুর ক্রিকেট হকার একটি মানবিক সংগঠন। ক্রিকেট প্রচার এর সাথে সাথে তারা বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও অংশ নিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় পিরোজপুর ক্রিকেট হকার আজকে আলিফ কে দারুন পারফরম্যান্স এর জন্য এ উপহার সামগ্রী তুলে দিয়েছে।
পিরোজপুর প্রতিনিধি
Leave a Reply