পিরোজপুর প্রতিনিধি :
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর ছত্রলীগের নেতৃবৃন্দ। শনিবার (৪ জুন) বেলা ১১টায় শহরের কলেজ স্ট্যান্ড থেকে পিরোজপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র’র নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
পিরোজপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমেন মোর্শেদ শুভ্র জানায়, বাংলাদেশের আরেক নাম বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। কোন অপশক্তি যদি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করার চিন্তাও করে তাদের এদেশ থেকে ছুড়ে ফেলে দিবে ছাত্রলীগ। পিরোজপুর জেলা ছাত্রলীগ অত্যান্ত সুসংগঠিত। নেতৃর যে কোন নির্দেশনায় পিরোজপুর জেলা ছাত্রলীগ পিরোজপুর তথা দক্ষিনাঞ্চলের ছাত্রদল, জামাত, শিবির নিমূল করবে।
এসময় পৌর ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি
Leave a Reply