আশিকুল ইসলাম মিথুন চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ
প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে এবারের পরিবেশ দিবস। তারই ধারাবাহিকতার বৃক্ষরোপণ করেছে চৌগাছা উপজেলা শাখা ছাত্রলীগ।
সোমবার উপজেলা পরিষদ চত্ত্বরে লাইসিয়াম স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম,আশিকুল ইসলাম মিথুন, হাফিজ আল আসাদ,জয়ন্ত কুমার,আরিফ হোসেন,সজিব হোসেনসহ আরো অনেকে।
ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজ বলেন, যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবের নির্দেশনায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ুর বিরূপ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ, বৃক্ষের পরিচর্যার বিকল্প নেই। অতীত, বর্তমানের ন্যায় ভবিষ্যতেও চৌগাছা উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় সবুজ পৃথিবী গড়তে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ ক্ষয়ক্ষতি মোকাবেলায় বৃক্ষরোপণ কর্মসূচী অব্যাহত রাখবে এবং রোপণকৃত বৃক্ষের যথাযথ পরিচর্যা নিশ্চিত করবে।
Leave a Reply