সাব্বির আহমেদ হৃদয়
পাবনা জেলা প্রতিনিধি
প্রতি বছরের ন্যায় এবারও জমে উঠেছে পাবনার চাটমোহর পৌরসভার নতুন কোরবানির পশুর হাট। ভোরবেলা থেকে দূর-দূরান্তের প্রচুর পরিমাণে গবাদি পশু গরু ও ছাগল হাটে উঠেছে। স্থানীয় ক্রেতা ও বিভিন্ন এলাকা থেকে আগত বেপারীদের সমাগমে হাট মুখরিত হয়ে উঠে।
চাটমোহরের অমৃতকুন্ডা ও পৌরসভার নতুন হাটে কোরবানীর পশু বিক্রি শুরু হয়েছে। পৌরসভার নতুন হাটে গরুর তুলনায় ছাগল বিক্রি বেশি হয়েছে। আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ মণ ওজনের এক একটি গরু বিক্রি হয়েছে ১ লাখ ২৫ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকা। মহিষের দাম অপেক্ষাকৃত কম দেখা গেছে। কিছু কৃষক এক একটি ষাঁড় তিন চার বছর পালন করেছেন। ২০ থেকে ২৫ মন ওজনের ষাঁড়গুলোর ক্রেতা পাওয়া কঠিন হয়ে পরেছে।
পৌর সদরের ৩ নং ওয়ার্ডের বালুচর মহল্লার সহকারী শিক্ষক (কৃষি) মোঃ মোহাইমিনুল হালিম ও মাস্টারপাড়া মহল্লার মনিমুল ইসলাম জানান, ইতিমধ্যে তারা কোরবানীর গরু ক্রয় করেছেন। তবে তাদের কাছে গরুর দাম বেশি মনে হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরে আলম সিদ্দিকী জানান, কোরবানীর ঈদকে সামনে রেখে এ উপজেলার খামারী ও কৃষকেরা ১৯ হাজার ৯০২টি গরু, ১৭ হাজার ৫৮০টি ছাগল, ৩ হাজার ১৬৯টি ভেড়া ও ৪৯০টি মহিষ পালন করেছেন। উপজেলার ৩ হাজার ৫৪৫টি খামার ছাড়াও অনেক কৃষক গবাদী পশু পালন করেছেন।
চাটমোহরে কোরবানীর জন্য চাহিদার তুলনায় বেশি পশু পালন করেছেনে খামারী ও কৃষক। বড় গরু মহিষের ক্রেতা কম লক্ষ্য করা যাচ্ছে। ছোট আকারের পশুর চাহিদা বেশি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, হাটে জাল টাকা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা টহল দিচ্ছেন। কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হবেনা আশা করা যাচ্ছে
Leave a Reply