এস আর সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে এবার কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে পণ্য মিলেছে।
এতে খুশি উপকারভোগীরা। ২ জুলাই ডিলার মেসার্স মামুন ট্রেডার্স থেকে বানেশ্বর ইউনিয়নের সবকটি ওয়ার্ডে সুষ্ঠুভাবে এসব পণ্য বিতরণ করা হয়। পণ্য কিনতে আসা ক্রেতাদের কোন ঝামেলা ছাড়াই পণ্য কিনতে পারছে ক্রেতারা ।
এ ছাড়া বয়স্কদের জন্য রাখা হয়েছে বসার বেঞ্চ। ট্রাক সেলের মাধ্যমে পণ্য কিনতে এসে ঘণ্টার পর ঘণ্টা রোদের মধ্যে সড়কে দাঁড়িয়ে থেকে উপকারভোগীদের ফেরত যাওয়া, মানুষের গাদাগাদি, কেন্দ্রের দূরত্ব, ভোগান্তি, অব্যবস্থাপনা ও হয়রানির অভিযোগ ওঠে।
এ নিয়ে উপকারভোগীরা পরদিন ক্ষোভও করেন। তবে এবার ডিলাররা দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির কারণে জনসাধারণের কোন ধরনের ভোগান্তি নেই বললেই চলে। মানুষ এখন উৎসবমুখর পরিবেশে টিসিবির পণ্য ক্রয় করছেন।’
বানেশ্বর ইউনিয়নের ৪,৫,৬, নং ওয়ার্ডের মহিলা মেম্বার ছেলিনা খাতুন বলেন, ‘ এর আগে আমার দেওয়া কার্ডধারীকে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে কষ্ট করে পণ্য নিতে হয়েছিলো। কিন্তু এবার নতুন নিয়ম করে জেলা প্রশাসন বিক্রয়কেন্দ্রের স্থান পরিবর্তন করে দেওয়ায়। এখন মানুষ সুন্দর পরিবেশে পণ্য ক্রয় করতে পারছেন।’
টিসিবির পণ্য কিনতে আসা বানেশ্বর বিভিন্ন ওয়ার্ডের কার্ডধারী বাসিন্দারা জানান, ‘বিগত দিনের দুর্ভোগ আর এখনকার অনেক পার্থক্য। গেল দিনে ফেরত গেলেও আজ আমাদের সুন্দর ঠান্ডা পরিবেশে পণ্য দিচ্ছেন।’
ডিলার মেসার্স মামুন ট্রেডার্সের প্রোঃ মোঃ মোজাম্মেল হক বলেন, বানেশ্বর ইউনিয়নে মোট উপকারভোগী রয়েছেন ২ হাজার ১৮২ জন।
২ জুলাই থেকে ৯ টি ওয়ার্ডের এই মাল দোকান ঘর থেকে বিক্রয় কার্যক্রম চলে। যেখানে উপকারভোগী পরিবারের মধ্যে প্রতি ২ লিটার ২২০ টাকা দরে সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ১ কেজি চিনি, ১৩০ টাকা দরে ২ কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে।
বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল বলেন, সরকার থেকে টিসিবির পণ্য কম দামে দেওয়ায় গ্রামের গরীব লোকগুলো খুব সহজেই তেল, ডাউল, চিনি কিনে খেতে পারছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে লিস্ট ধরেধরে ডিলাররা সুস্থ ও সুন্দর পরিবেশে পণ্য বিতরণ করছে।
Leave a Reply