নিউজ ডেস্ক :
মোনাজাতের সময় মহানবীকে কটুক্তির প্রতিবাদ না করায় ইমামকে দালালি ছাড়তে বললেন মিনু
ইমামকে ভৎসনা করলেন মিনু
মহানবীকে নিয়ে ভারতীয় রাজনৈতিক দল বিজেপি নেতাদের কটুক্তির প্রতিবাদ না করায় ইমাম সাহেবকে দালালি ছাড়তে বললেন রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এ সময় তিনি ইমাম সাহেবের ঈমান নষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন।
রোববার (১০ জুলাই) কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে মিনু বলেন, এত বড় একটা বন্যা (সিলেটের বন্যা)। আপনি এ নিয়ে কোনো কথা বললেন না কেন? এসময় ইমাম সাহেব কিছু বলতে গেলে, তিনি ইমাম সাহেবের উদ্দেশ্যে বললেন, না না না এগুলো দালালি ছাড়েন। মিনু আরও বলেন, রাসূল (সা.) কে নিয়ে এত বড় কটুক্তি করল বিজেপি, কিছু বললেন না কেন? ঈমান নষ্ট হয়ে গেছে?
রাজশাহীর হযরত শাহ মখদুম (রাহ.) ঈদগাহের প্রধান ঈদের জামাত শেষে সবাই যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন ইমাম সাহেবের দিকে এগিয়ে এসে মিজানুর রহমান মিনু তাকে উদ্দেশ্য করে এ কথাগুলো বলেন। অবশ্য একইস্থানে একই কাতারে সেখানে নামাজ পড়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
Leave a Reply