সুমন খন্দকার,ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
ইসলামপুরে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে আর.এন.বি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) মোর্শেদ নামে এক টিকিট কালোবাজারিকে গ্রেফতার করা হয়। ওই টিকিট কালোবাজারির কাছে বিভিন্ন তারিখের কিছু টিকিট পাওয়া যায়।
পরে জাতীয় ভোক্তা অধিকার ২০০৯ এ আইনের ৪৫ ধারা অনুযায়ী তাকে দুই হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মু. তানভীর হাসান রোমান। টিকেট কালোবাজারী একজন ছাত্র হওয়ায় তাকে সাধারণ ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তার বাহিনীর দেওয়ানগঞ্জ থানার ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বলেন, উর্ধতন কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়েছে, আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
Leave a Reply